Rail Roko: লাইনে বসে অবরোধ মুরারই স্টেশনে, নলহাটিতে আটকে বন্দে ভারত
নিত্য যাত্রীরা এই অবরোধ শুরু করেছেন বলে জানা গিয়েছে। অবরোধের কারণে আটকে রয়েছে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন সহ অন্যান্য একাধিক ট্রেন। জানা গিয়েছে নলহাটি স্টেশনে আটকে রয়েছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রেনের স্টপেজ সহ বিভিন্ন দাবীতে রেল অবরোধ করে বিক্ষোভ বীরভূমের মুরারই রেল ষ্টেশনে। রবিবার সকাল সাড়ে সাতটা থেকে অবরোধ শুরু করে মুরারই নাগরিক কমিটির সদস্যরা। অবরোধের কারণে আটকে পড়ে বেশ কয়েকটি ট্রেন। মুরারই রেল ষ্টেশনেই আটকে রয়েছে সাহেবগঞ্জ - রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন। রেল অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিসের বিশাল বাহিনী।
নিত্য যাত্রীরা এই অবরোধ শুরু করেছেন বলে জানা গিয়েছে। অবরোধের কারণে আটকে রয়েছে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন সহ অন্যান্য একাধিক ট্রেন। জানা গিয়েছে নলহাটি স্টেশনে আটকে রয়েছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস।
আরও পড়ুন: Jalpaiguri| Kanyashree: বাবা-মা বিজেপি করে তাই মিলবে না কন্যাশ্রী, মারাত্মক অভিযোগ স্কুলের বিরুদ্ধে
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘মুরারই স্টেশনে একটি নন-রেলওয়ে কারণে অবরোধ চলছে। ৭.৩২ মিনিট থেকে চলছে। অখানে মানুষের কিছু দাবি আছে স্টপেজের কিন্তু এটা সেই ফোরাম নয়। এভাবে দাবি করা যায় না। দাবি করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে। আমাদের অফিসগুলোতে আছে। তাঁরা সেখানে আসতেই পারতেন। এতে যাত্রীদের অসুবিধা হচ্ছে। আমাদের তরফ থেকে অফিসাররা যাচ্ছেন কথা বলছেন’।
আরও পড়ুন: রাঢ়ের রহস্য! জৈন মহাবীরের পুরুলিয়ায় হঠাৎই বুদ্ধদেবের আবির্ভাব...
মুরারইয়ের মানুষের দাবি কোভিডের পরে সেখানে ৬টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে এবং ১টি মাত্র ট্রেন সেখান দিয়ে চলছে ফলে নাকাল হচ্ছেন যাত্রীরা। তাদের আরও দাবি একপ্রেসস ট্রেনে ৩-৪ মা আগে টিকিট কাটা হলেও হঠাত কর রুট পরিবর্তন করে দেওয়া হচ্ছে নোটিশ না দিয়ে। এই কারণেই রেলেই এই খামখেয়ালি মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ করছেন যাত্রীরা। পাশাপাশি প্যানেল অপারেটিং অফিসারকেও রুম থেকে বের করে দেন প্রতিবাদীরা।