রাঢ়ের রহস্য! জৈন মহাবীরের পুরুলিয়ায় হঠাৎই বুদ্ধদেবের আবির্ভাব...
Buddha Murti Found in Purulia: বুদ্ধদেবের বোধিলাভের পরবর্তী সময়কার মূর্তি বলে প্রাথমিক অনুমান পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের। এটি কষ্টিপাথরে তৈরি। চক্ষু মুদিত বুদ্ধদেবার নির্বাণলাভের মূর্তি।
মনোরঞ্জন মিশ্র: খ্রিস্টীয় পঞ্চম শতকের সারনাথ বৌদ্ধমূর্তির মস্তক উদ্ধার হল পুরুলিয়ার পুঞ্চা থানার ধাদকি মোড় এলাকার একটি মাঠ থেকে। বুদ্ধদেবের বোধিলাভের পরবর্তী সময়কার মূর্তি বলে প্রাথমিক অনুমান পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের। এটি কষ্টিপাথরে তৈরি। চক্ষু মুদিত বুদ্ধদেবার নির্বাণলাভের মূর্তি।
1/6
বাঁকুড়া, মানভূম, পশ্চিম-মেদিনীপুরে
2/6
গুরুত্বপূর্ণ জৈন প্রত্নক্ষেত্র
photos
TRENDING NOW
3/6
জৈন দিগম্বর মূর্তি
4/6
এবার জৈনের পুঞ্চায় বুদ্ধমূর্তি
5/6
প্রাচীন বাংলায় জৈন ধর্মের প্রভাব কম ছিল না...
6/6
জৈনভূমিতে বৌদ্ধ নিদর্শন
তথ্য ও সংস্কৃতি দফতর এবং জেলা পুলিসের তৎপরতায় সাম্প্রতিক এই মূর্তি উদ্ধার হয়। এটি রাজ্য সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের অন্তর্গত রাজ্য প্রত্নতত্ত্ব সংগ্ৰহালয়ে রাখা হবে। পুরুলিয়ার পুঞ্চা এলাকা মূলত জৈন তীর্থ ক্ষেত্র বলে পরিচিত। কিন্তু এবার সেই জৈনভূমিতে বৌদ্ধধর্মের নিদর্শন উদ্ধার হল বলে বিষয়টি নিয়ে খুবই চর্চা চলছে। (তথ্য ও ছবি: মনোরঞ্জন মিশ্র)
photos