নিজস্ব প্রতিবেদন: প্রশাসনকি বৈঠকে আজ ইংরেজবাজারে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তার মধ্যেই জেলায় চাকরির দাবিতে অনশনে বসলেন মানিকচকের বেশ কয়েকজন জমিদাতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর্সেনিক মুক্ত জল-সরবারহ কেন্দ্রের জন্য ১৯৯৬ সালে জমি দিয়েছিলেন মানিকচকের করমুটোলার বেশ কয়েকটি পরিবার। তাঁদের দাবি, জমি দেওয়ার সময় তাঁদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই চাকরি আজও হয়নি। বাধ্য হয়েই শেষপর্যন্ত আমরণ অনশনে বসেছেন তাঁরা।


জমিদাতা কানাই মণ্ডল, বিভুতিভূষণ মণ্ডলদের দাবি জমি দেওয়ার জন্য ক্ষতিপূরণের পাশাপাশি ও পরিবারের লোকজনের যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু ২৫ বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি।


জল সরবারহ কেন্দ্রের জন্য জমিদানকারীদের আরও দাবি, টাকা নিয়ে বাইরের লোকদের বেআইনি ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। বাধ্য হয়েই অনশনে বসেছেন তাঁরা।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)