জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অযোধ্যায় রামমন্দিরে শ্রীরামের প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে ধুপগুড়ি শহরে অকাল দীপাবলির দৃশ্য দেখা গেল। শহরের বিভিন্ন বাড়ি থেকে শুরু করে দোকানপাটে প্রদীপের আলোয় সেজে উঠতে দেখা গেল। ভারতীয় সনাতন পুরোহিত সমিতির তরফে সত্য নারায়ণ ধর্মশালায় ১০৮টি ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। ভারতীয় সনাতন পুরোহিত সমিতির সম্পাদক ব্রজকিশোর চক্রবর্তী দুর্গা বলেন, সত্যযুগে প্রভু শ্রীরামকে ১৪ বছর বনবাসে যেতে হয়েছিল। আর কলি যুগে পাঁচশো বছর পর প্রভু শ্রীরাম ফিরলেন। সেই কারণেই আজ অকাল দীপাবলী পালিত হচ্ছে । 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Malbazar: প্রাণপ্রতিষ্ঠালগ্নে কৃষকদের প্রার্থনা, রামলালা রক্ষা করুন তাঁদের জমিজমা, ঘরবাড়ি, জীবন...


আজ, সোমবার সন্ধে ৬টা থেকে জলপাইগুড়ির গ্রামেগঞ্জে সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখা গেল।  উচ্ছ্বাস দেখা গেল স্থানীয় নেতাকর্মীদের পরিবারেও। দেখা গেল অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে বাড়ি-বাড়ি হচ্ছে প্রদীপপ্রজ্জ্বলন। বাদ যাননি জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেত্রী অনিতা রাউৎও। তিনিও পঞ্চপ্রদীপ জ্বালালেন। তবে তাঁর দাবি,'রাম সবার। ভগবান নিয়ে রাজনীতি না করাই ভালো।'


এদিন সকালে জলপাইগুড়ি শহরে তৃণমূলের সংহতি যাত্রায় জলপাইগুড়ি প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা তৃণমূল নেতা সৈকত চট্টোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল বিজেপির রামের পূজা তাঁরা করবেন না। এ নিয়ে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, ভগবান রাম সবার।


আরও পড়ুন: Ram Mandir: ২০০ লিটার দুধের পায়েস, ৫১ হাজার লাড্ডু প্রসাদবিলি! জেলায়-জেলায় বিরল উন্মাদনা...


তবে রাজনৈতিক বিরোধ যা-ই হোক, শহর এবং গ্রামজুড়ে দেখা গেল প্রদীপের আলোয় আলোকিত সব দিক। যেন অকাল দীপাবলি। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)