নিজস্ব প্রতিবেদন: কেউ বলছেন, 'ভোটের আগে টোপ', তো কেউ আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানাচ্ছেন। এক দশক পর সিঙ্গুরে (Singur) ফের শিল্প ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া স্থানীয় বাসিন্দাদের। ন্য়ানো হারানো জমিতে কি আদৌও শিল্প সম্ভব? প্রশ্ন তুলেছে বিরোধীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ''Mamata-র আমলে কৃষকদের কোনও আন্দোলন দেখেছেন?', Modi-কে পাল্টা প্রশ্ন Sougata-র


স্লোগান উঠেছিল, 'কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ'। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তখন রাজ্যে ক্ষমতায় বামেরা। সিঙ্গুরের টাটাদের ন্যানো কারখানা তৈরির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রবল আন্দোলনের মুখে একলাখি গাড়ির কারখানা চলে গিয়েছিল গুজরাটে (Gujarat)। রাজনৈতিক মহলের মতে, টাটারা (Tata Motors) সিঙ্গুরে ছাড়লেও, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পৌঁছে গিয়েছিলেন মহাকরণে। তারপর? মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর কিন্তু কথা রেখেছেন মমতা। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে জমি ফেরত পেয়েছেন সিঙ্গুরের 'অনিচ্ছুক' কৃষকরা। মাঝে পেরিয়ে গিয়েছে এক দশক। দুটি বিধানসভা নির্বাচন পেরিয়ে সেই সিঙ্গুরে এবার স্লোগান পাল্টে শিল্প স্থাপনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর ঘোষণা, 'সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক তৈরি করছি। ১১ একর জমির উপরে এই পার্ক তৈরি করছে পশ্চিমবঙ্গ ক্ষুদ্রশিল্প উন্নয়ন নিগম।' অর্থাৎ গাড়ি তৈরির কারখানার বদলে কৃষিভিত্তিক শিল্প। কী বলছেন সিঙ্গুরের মানুষ? 


আরও পড়ুন: নতুন-পুরনো ভারসাম্য বজায়ের চেষ্টা, শনিতে Suvendu ও অনুগামীদের সঙ্গে বৈঠকে Kailash


স্থানীয় বাসিন্দাদের একাংশের স্পষ্টই বলছেন, নিজের স্বার্থেই সিঙ্গুরে ন্যানো কারখানার (Nano Factory) বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলনে সামিল হয়ে ভুল করেছিলেন তাঁরা। সিঙ্গুরে যদি শিল্প হত, তাহলে চা বিক্রি করেও সংসার চালাতে পারতেন। এখন কাজের জন্য লিলুয়া, বালির মতো জায়গায় যেতে হচ্ছে। ভিন্নমতও শোনা গেল। এলাকায় কৃষিভিত্তিক শিল্পস্থাপনের উদ্যোগকে আবার স্বাগত জানিয়েছেন সিঙ্গুরবাসীদের অপর একটি অংশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ধন্যবাদও জানিয়েছেন তাঁরা।  তবে সিঙ্গুরে শিল্পকে ভোটের মুখে গিমিক বলে কটাক্ষ করেছে বিরোধীদের। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য,' গুজরাটে গাড়ি তৈরি হচ্ছে, আর আমার এখানে চড়ছি। কেউ যদি ভেবে থাকে সিঙ্গুরে কারখানা হবে, তাহলে দিবাস্বপ্ন দেখছেন।' 'সিঙ্গুরের শিল্প করার সময় কোথায়'? মুখ্যমন্ত্রীকে পাল্টা প্রশ্ন করেছে বামেরা।