নিজস্ব প্রতিবেদন: পঞ্চমীর সকালে সোনারপুরে পুজো উদ্বোধন করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বাংলার উৎসবের আড়ম্বর দেখে অভিভূত তিনি। শিল্পীদের হাতের কাজ মুগ্ধ করেছে তাঁকে, এদিন এমনটাই বললেন তিনি। বৃহস্পতিবার  রাজপুর নবারুণ সংঘ, জগদ্দল সর্বজনীন, ও সোনারপুর সর্বজনীনের পুজো উদ্বোধন করেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উদ্বোধন সেরে এদিন তিনি বললেন, "এই ধরনের কাজ দেখেই বোঝা যায় মানুষ শিল্পের সঙ্গে কীভাবে একাত্ব হয়েছেন। ওদের ক্রিয়েটিভিটি অসাধারণ" পাশাপাশি রাজ্যের প্রধান হিসেবে রাজ্যবাসীকে সীমায় থাকারও বার্তা দেন রাজ্যপাল। পুজোর মরসুমে রাজ্যবাসীকে কী বার্তা দেবেন তিনি একথা জানতে চাওয়া হলে তিনি বলেন, "প্রতিটা মানুষের উচিৎ নিজের সীমায় থাকা, সীমার বাইরে গেলে তাঁকে আটকানো দরকার।"


শেষে, বাংলা যে সাংস্কৃতিক ক্ষেত্রে দেশের মধ্যে সবার উপরে একথাও আরও একবার স্মরণ করালেন রাজ্যপাল। সবমিলিয়ে সম্প্রীতির বার্তা দিয়ে বৃ্ষ্টিকে কার্যত উপেক্ষা করেই পুজোর উদ্বোধন সারলেন জগদীপ ধনখড়।