চম্পক দত্ত: ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের প্রতিবাদে এবার বিক্ষোভে সামিল বাংলার শ্রমিকরা। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের পঞ্চমীতে ওড়িশার যাত্রিবাহী বাস আটকে বিক্ষোভ কেশপুরের শ্রমিকদের। এলাকায় উত্তেজনা থাকায় উপস্থিত পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'নির্বিচারে গণহত্যা'র দায়ে শেখ হাসিনা-সহ ৭ জনের বিরুদ্ধে এবার খুনের মামলা...


বাংলাদেশের ঘটনার পরই ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর শুরু হয় অত্যাচার। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল। তা নিয়ে প্রতিবাদেও সোচ্চার হয়েছে বিভিন্ন সংগঠন। পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকেও ওড়িশায় হকারি করতে যায় বহু মানুষ। তাদের উপর অত্যাচার চালাচ্ছে ওড়িশার মানুষজন। সেই অভিযোগ তুলে মঙ্গলবার কেশপুর জুড়ে বিক্ষোভে সামিল হয়েছে শতাধিক হকার। কেশপুর - মেদিনীপুর গামী ওড়িশার বেশকিছু যাত্রীবাহী বাস আটকে বিক্ষোভ দেখায় কেশপুরের মানুষ। তাদের দাবি, ওড়িশায় কর্মরত বাংলার শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ হোক। সরকার অবিলম্বে এবিষয়ে পদক্ষেপ গ্রহণ করুক।


উল্লেখ্য, ওড়িশায় রাজ্যের একাধিক শ্রমিককে হেনস্থা করা হচ্ছে। এদের অধিকাংশই ফেরিওয়ালা। এদের বলা হচ্ছে বাংলাদেশি। রাজ্যের বাইরে প্রায়শই যেমন শোনা যায় বাঙালি মানেই বাংলাদেশি, সেইভাবেই আক্রমণের শিকার হচ্ছেন বাংলার ফেরিওয়ালারা। এনিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীকে ফোন করলেন ক্ষুব্ধ মমতা।


শনিবারই ওড়িশার খাদগিরি থানার ডুমুডুমা রহমদ এলাকার একটি ঘটনা প্রথম প্রকাশ্যে আসে ৷ পশ্চিমবাংলা থেকে যাওয়া ফেরিওয়ালাদের নিগ্রহ করতে দেখা যায় একটি ভিডিয়োয় যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করতে পারেনি জি ২৪ ঘণ্টা। একই রকম ঘটনা ঘটে আলুগাদি, পানপাদার কাছে এইমস, ইনফোসিটি থানার শিখর চণ্ডিতেও। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা
যায় বীরভূমের নলহাটির বাসিন্দা এক কাপড়ের ফেরিওয়ালা সাইকেলে করে কাপড় ফেরি করছিলেন। সেসময় বেশ কয়েকজন তাকে ঘিরে ধরে বাংলাদেশি তকমা দেয়। তারা
বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচারিতর কথা শোনায়। বলে তোমরা বাংলাদেশে অত্যাচার করছ সেই সময় ওই কাপড়ের ফেরিওয়ালা জানান, তার আধার কার্ড আছে। তিনি
পশ্চিমবঙ্গের বীরভূমের নলহাটির বাসিন্দা। তখন তারা তা স্বীকার করে বলে, মানছি তোমরা বাংলাদেশি নও, তোমাদের আধার কার্ড আছে। নলহাটির ওই ফেরিওয়ালা জানান, প্রায় কুড়ি বছর ধরে এখানে ব্যবসা করছেন। তাদের বাপ ঠাকুরটাও ব্যবসা করেছেন।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)