নিজস্ব প্রতিবেদন: এলাকায় চুরি বেড়ে যাচ্ছিল দিনের পর দিন। বাড়ছিল এনিয়ে আতঙ্ক। ফলে মানুষজন সজাগ ছিলেন। শেষপর্যন্ত ধরা পড়ল এক চোর। খবর এখানে নয়। গুরুত্বপূর্ণ হল ওই চোর ধরা পড়ার পর কী হল!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতরাতে ক্যানিংয়ের সঞ্জয় পল্লী এলাকায় ধরা পড়ে এক চোর। মানুষের ক্ষোভ থাকায় মারধরের ঘটনা ঘটে যেতেই পারত। কিন্তু ঘটল একেবারে উল্টো ঘটনা। আতঙ্কিত চোরকে বসিয়ে রেখে তাকে জল, চি-বিস্কুট খাওয়ালেন এলাকার মানুষজন।


কেন এমন আপ্যায়ণ? ধরা পেয়ে মারধরের ভয়ে কাঁপতে থাকে চোর। কিন্তু চুরির কারণ জিজ্ঞাসা করতেই সেই চোরের জবাব, লকডাউনে কাজ হারিয়ে আর কাজ পাইনি। কোনও রোজগার নেই। তাই চুরি করে সংসার চালাতে হচ্ছে। তবে কোনও ভালো কাজ পেলে এসব চুরিচামারি ছেড়ে দেব। 


লকডাউন কবেই উঠে গিয়েছে। করোনা আতঙ্ক কিছুটা থাকলেও জনজীবন এখন স্বাভাবিক। তার পরেও চোরের এমন কথা শুনে হতভম্ব মানুষজন। তারপরই চোরকে এমন আপ্য়ায়ণ করা হয়।


আরও পড়ুন-বদলে গেল ইতিহাস, বেসরকারিকরণ হয়ে গেল সিমলাগড় ষ্টেশন; নতুন নাম সিমলাগড় হল্ট


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)