নিজস্ব প্রতিবেদন: গ্ৰামে গ্ৰামে তৃণমূলের ঝান্ডা ধরার কেউ নেই। তাই এই নতুন ভাবনা। তৃণমূলের 'দিদিকে বলো' কর্মসূচিকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সোমবার নজরুল মঞ্চে এক সাংবাদিক বৈঠকে 'দিদিকে বলো' কর্মসূচির সূচনা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে সরাসরি ফোন করে বা ওয়েবসাইটের মাধ্যমে আপনার পরামর্শ জানাতে পারবেন তৃণমূলনেত্রীকে। প্রকল্পের প্রচারে গ্রামে গ্রামে যাবেন তৃণমূল নেতাকর্মীরা। সেখানে সাধারণ মানুষের সঙ্গে জন সংযোগ আরও মজবুত করবেন তাঁরা। তৃণমূলনেত্রীর অন্তত এমনটাই দাবি। 


তৃণমূলের এই কর্মসূচি নিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, 'গ্রামে গ্রামে তৃণমূলের ঝান্ডা ধরার কেউ নেই। তাই এই নতুন ভাবনা। যে জন প্রতিনিধিদের দিয়ে এই কর্মসূচি সফল করার কথা ভবছেন মমতা তারাই কতদিন তৃণমূলে থাকে তার নেই ঠিক। সবাই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন।' 


‘দিদিকে বলো’-তে নেতাকর্মীদের কাঁধে গুরুদায়িত্ব, পালন না করলে পড়তে হতে পারে শাস্তির মুখে


জয়প্রকাশের কটাক্ষ, ''দিদিকে বলো' প্রকল্পে মানুষের সুবিধা হবে। সরাসরি দিদির সঙ্গে কাটমানি নিয়ে কথা বলতে পারবে মানুষ। তবে একটা জিনিস ভাল লেগেছে। উনি বিজেপিকে নকল করছেন।'