নিজস্ব প্রতিবেদন: ভোট মিটতেই বাড়ল পেট্রোল–ডিজেলের দাম। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করার পরই বেড়ে গেল লিটার পিছু জ্বালানি তেলের দাম। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় মঙ্গলবার দাম বাড়ল বলে জানিয়েছে তেল সংস্থাগুলি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ শহর কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ১৪ পয়সা। আজ থেকে প্রতি লিটার পেট্রোলের দাম ৯০ টাকা ৭৬ পয়সা। ডিজেলের দাম বেড়ে দাঁড়াল ৮৩ টাকা ৭৮ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ১৭ পয়সা।


 দিল্লিতেও পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ১৫ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ১৬ পয়সা। এই দাম বৃদ্ধি ও লকডাউনের আশঙ্কায় বাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাবের ভাড়া বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বলে মনে করছে ওয়াকিবহালমহল। পাশাপাশি বাজারদরও নির্ভর করছে এই দাম বৃদ্ধির উপর। 


পেট্রোল–ডিজেলের দাম বাড়ায় কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলছে বিরোধী পক্ষ। করোনায় ত্রস্ত্র দেশে ক্রমশ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। তাদের অভিযোগ দাম কমানোর কোনও পদক্ষেপ করছে না কেন্দ্রীয় সরকার। পেট্রোল - ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পশ্চিমবঙ্গে বিজেপির হারের অন্যতম কারণ হিসেবেও মনে করছে ওয়াকিবহালমহল।