নিজস্ব প্রতিবেদন: ভোট মিটলেই যে বাড়ত তেলের দাম সেই আশঙ্কা ছিলই। দেশ জুড়ে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ জায়গার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরই বাড়ল জ্বালানির দাম। গতকালও(মঙ্গলবার) দাম বেড়েছে পেট্রোল ডিজেলের। আজ (বুধবার) বাজার খোলার মুহূর্তে  ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। মার্চের শুরু থকেই জ্বালানির দামে কোনও হেরফের হয়নি। একটু কমলেও, পরবর্তীকালে আর বাড়েনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



গতকাল কলকাতায় লিটার পিছু পেট্রল বেড়েছিল ১৪ পয়সা। সুতরাং প্রতি লিটারের দাম ছিল ৯০.৭৬ টাকা। ডিজেল ১৭ পয়সা বেড়ে দাঁড়ায় ৮৩.৭৮ টাকা। আজ আরও ১৬ পয়সা দাম বেড়ে প্রতি লিটার পেট্রোল পিছু নতুন দাম হয়েছে ৯০.৯২। ডিজেলের দাম বেড়েছে ২০ পয়সা। নতুন দাম ৮৩.৯৮ টাকা।