নিজস্ব প্রতিবেদন: টানা ১৬ দিনের মূল্য়বৃদ্ধির পর টানা পঞ্চম দিন কমল জ্বালানি তেলের দাম। রবিবার দেশ জুড়ে ৯ পয়সা করে কমেছে পেট্রোল ও ডিজেলের দাম। শনিবারের থেকে ৯ পয়সা কমে এদিন কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম হয়েছে ৮০.৭৫ পয়সা। ১ লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৭১.৬৬ পয়সায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লাগাতার তেলের দাম বৃদ্ধির জেরে দেশজুড়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে মোদী সরকার। ওদিকে নাভিশ্বাস উঠেছে আম আদমির। পেট্রোল-ডিজেলের পাশাপাশি দাম বেড়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারেরও। লাগাতার তেলের দাম বৃদ্ধির সমালোচনায় মুখর হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 


নাগপুরে RSS-এর অনুষ্ঠানে যোগদান নিয়ে মুখ খুললেন প্রণব মুখোপাধ্যায়


তবে টানা ৫ দিন তেলের দাম কমলেও তাতে আখেরে লাভ হয়েছে খুব সামান্যই। ফলে জ্বালানির জ্বলুনি কমেনি এখনো।