Purba Burdwan: পূর্ব বর্ধমানে রেলগেটে ধাক্কা পিক আপ ভ্যানের! অবরুদ্ধ সিউড়ি রোড...
Purba Burdwan: গেটের একটি অংশ ভেঙে যায়। ভ্যানটি উলটে পড়ে। এর ফলে দুপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। বাসগুলি আটকে পড়ায় দুর্ভোগ বাড়ে যাত্রীদের। হাওড়া আসানসোল এবং সাহেবগঞ্জ লুপ লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে যায়।
পার্থ চৌধুরী: আবার লেভেল ক্রসিং গেটে ভেঙে যানবিভ্রাট পূর্ব বর্ধমানে। তালিতের রেলগেটে ধাক্কা মারে পিক আপ ভ্যান। অররুদ্ধ হয়ে পড়ে সিউড়ি রোড।একাধিক ট্রেন আটকে যায়। বাস চলাচল বন্ধ। নাকাল যাত্রীরা। জানা গেছে, সকাল সাড়ে আটটা নাগাদ ডিম বোঝাই একটি পিক- আপ ভ্যান গুসকরার দিক থেকে আসছিল। সেই ভ্যানটি লেভেল ক্রসিং বন্ধ হবার মুখে তাড়াতাড়ি পেরোতে যায়। এসময় সেটি ধাক্কা মারে গেটে।
আরও পড়ুন: Arabul Islam: ছেলেকে সঙ্গে নিয়েই ১০ মাস পর... ভাঙড় নিয়ে আরাবুল বললেন 'বড়' কথা!
গেটের একটি অংশ ভেঙে যায়। ভ্যানটি উলটে পড়ে। এর ফলে দুপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। বাসগুলি আটকে পড়ায় দুর্ভোগ বাড়ে যাত্রীদের। হাওড়া আসানসোল এবং সাহেবগঞ্জ লুপ লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে যায়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, এই ট্রেনগুলির মধ্যে আছে; আপ হাওড়া ভাগলপুর বন্দেভারত, ডাউন নিউদিল্লী শিয়ালদা রাজধানী,আপ শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
জানা গেছে, আটকেছে কিছু লোকাল ট্রেনও। বাসযাত্রী রাজু দত্ত জানান, ডিমের গাড়ি ধাক্কা মেরেছে গেটে। সিউড়ি রোড পুরো বন্ধ।হেঁটে পেরোতে চেষ্টা করছেন যাত্রীরা। কেউ কেউ টোটো ধরছেন। বাসযাত্রী শুভ মুখার্জি জানান, এই গেটে যানজট নিত্য যন্ত্রণার কারণ। কবে এর অবসান হবে জানি না।