পিকনিক স্পটে ধুন্ধুমার, মাথা ফাটল ২ জনের
বেথুয়া অভয়ারণ্যে পিকনিক করা নিয়ে ধুন্ধুমার। পিকনিক পার্টি ও বনকর্মীদের মারপিটে মাথা ফাটল দুপক্ষের দুজনের। আজ বেথুয়া অভয়ারণ্যে পিকনিক করতে যান হাসখালির বেথনা গোবিন্দপুর পঞ্চায়েতের তিরিশজনের একটি দল।
নিজস্ব প্রতিবেদন: বেথুয়া অভয়ারণ্যে পিকনিক করা নিয়ে ধুন্ধুমার। পিকনিক পার্টি ও বনকর্মীদের মারপিটে মাথা ফাটল দুপক্ষের দুজনের। আজ বেথুয়া অভয়ারণ্যে পিকনিক করতে যান হাসখালির বেথনা গোবিন্দপুর পঞ্চায়েতের তিরিশজনের একটি দল।
আরও পড়ুন- খুন না মদ্যপানের জেরে দুর্ঘটনা? ইঞ্জিনিয়ার খুনে ক্রমেই বাড়ছে রহস্য
পিকনিক পার্টির লোকজনের ইটের ঘায়ে মাথা ফাটে এক বনকর্মীর। এক বনকর্মীকে ধাক্কা দিয়ে সাইকেল থেকে ফেলে দেওয়া হয়। পাল্টা বনকর্মীদের লাঠির ঘায়ে পিকনিক পার্টির একজনের মাথা ফেটে যায়। ঘটনায় সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে পিকনিক পার্টির বিরুদ্ধে নাকাশিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন বিট অফিসার।