অরূপ বসাক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পানীয় জলের সমস্যার কথা গ্রামবাসী জানাতেই ১০ দিনের মধ্যেই শুরু হল পিএইচির জল প্রকল্পের কাজ। মেটেলি ব্লকের পাদ্রি কুঠির এলাকায় গত ৪ বছর ধরে জল প্রকল্পের কাজ বন্ধ হয়েছিল। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জলের পাইপ লাইনের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষজন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আমার দলে কেউ বললে, দল থেকে তাড়িয়ে দিতাম: মমতা


এপ্রিলের ২ তারিখে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরেই এসেছিলেন এবং রাত্রি যাপন  করেছিলেন  চালসার একটি বেসরকারি রিসর্টে। মুখ্যমন্ত্রী চালসা এসেছেন এই খবর পেয়েই সমস্যার কথা জানাতে মাটিয়ালী বাতাবাড়ী ১ নং গ্রাম পঞ্চায়েতের পাদ্রি কুঠির গ্রামবাসীরা পৌঁছে গিয়েছিলেন সেই বেসরকারি রিসোর্ট এর সামনে। সেই দিন এই গ্রামের হাজার হাজার মানুষ পানীয় জল সমস্যার কথা জানান মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীকে জানানোর পরেই তৎপরতা শুরু হয় পিএইচই দফতরের। গত কয়েকদিন যাবত শুরু হয়েছে ওই এলাকায় পাইপ লাইন পাতার কাজ। এই এলাকায় দুটি জলের রিজার্ভার তৈরি হচ্ছে বলে জানা গেছে। কাজ শুরু হওয়ার পরেই খুশি এলাকার মানুষ। ধন্যবাদ জানিয়েছে মুখ্যমন্ত্রীকে ।


এলাকার বাসিন্দা কল্পনা লামা, রিমা ছেত্রী বলেন, বহুদিন থেকে এলাকায় জলের সমস্য রয়েছে। সমস্যার কথা কিছুদিন আগে চালসায় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। বর্তমানে গাড়ি করে জল দিচ্ছে পাশাপাশি কলও বসানো হয়েছে। পাইপ লাইনের কাজ চলছে।  এতেই আমরা খুশি। তবে বাড়ি বাড়ি জলের কল লাগালে আমাদের সুবিধা হয়।


বর্তমানে পিএইচই-র পক্ষ থেকে জোর কদমে কাজ চলছে। খুশি সাধারণ মানুষ। জানা গেছে এই জলের কাজ বহু দিন আগে চালু হওয়ার পর কোন কারনে বন্ধ হয়ে যায়। এরপর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই কাজ আবার চালু হল। ভোটের পর ৭০০ বাড়িতে জলের কানেকশন দেওয়া হবে বলে ঠিকাদার সংস্থা জানিয়েছে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)