নিজস্ব প্রতিবেদন: মাওবাদী সন্দেহে বীরভূমের বোলপুর থেকে দুই যুবককে গ্রেফতার করল বাঁকুড়ার বারিকুল থানার পুলিস। রবিবার বিকেলে বোলপুরের দুটি পৃথক জায়গায় হানা দিয়ে টিপু সুলতান ওরফে মুস্তফা কামাল এবং অর্কদীপ গোস্বামী নামের, দু'জনকে গ্রেফতার করে পুলিস। ধৃতদের থেকে মোট ৩১টি মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে বলে পুলিস সূত্রে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র টিপু সুলতান। ২০১৬ সালে বেলপাহাড়ি এবং ২০১৮ সালে গোয়ালতোড় থানার পুলিস তাকে গ্রেফতার করেছিল। অপর ধৃত অর্কদীপ গোস্বামীকেও ২০১৮ সালে গ্রেফতার করেছিল গোয়ালতোড় থানার পুলিশ। 


চলতি বছর ২৭ জানুয়ারি বাঁকুড়ার বারিকুল থানা এলাকায় মাওবাদী পোস্টার লাগাতে গিয়ে পুলিসের কাছে ধরা পড়ে শিবু মুর্মু নামে একজন। সেখান থেকেই টিপু সুলতান ও অর্কদীপ গোস্বামীর নাম উঠে আসে।  সরাসরি যুক্ত থাকার ইঙ্গিত পেয়েছে পুলিশ। সোমবার ধৃতদের খাতড়া মহকুমা আদালতে তোলা হবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)