ওয়েব ডেস্ক: সোনারপুরের ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পুলিসের অনুমান, ডাকাতিতে যুক্ত বাংলাদেশের বরিশালের কুখ্যাত ডাকাত শেখ জুব্বারের দলবল। ঘটনার দিনও জুব্বার ছিল বলে অনুমান পুলিসের।



পুলিসসূত্রে খবর, ধৃত লাভলুকে জেরা করে এমন তথ্যই মিলেছে। দুষ্কৃতীদলের বাকিদেরও মোটামুটি চিহ্নিত করা গিয়েছে বলে খবর। দলে ছিল আনসার, জাফর আলি মণ্ডল, ইমরান ও মহসিন। এরা মূলত বরিশাল, নড়াইল, ও মোড়লগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে। এর আগেও এই দলটি বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় যুক্ত ছিল। কয়েকদিন আগে আসানসোলেও ডাকাতির ছক করে জুব্বারের দলবল। তার বিরুদ্ধে বাংলাদেশে খুন-ডাকাতিসহ অন্তত ২০ টি অভিযোগ রয়েছে। (আরও পড়ুন- ডাকাত ধরতে এবার বাংলাদেশে কলকাতা পুলিস)