নিজস্ব প্রতিবেদন:  তাড়া করে মাঝ সমুদ্র থেকে চোরাকারবারিদের  ট্রলারের ধরল জুনপুট কোস্টাল পুলিস। উদ্ধার হয়েছে কুড়িটি ব্যারেল ভর্তি চারহাজার লিটার তেল। ট্রলারের মধ্যে থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিস। মত্‍সজীবী ও কোস্টাল পুলিসের নজর এড়াতে  ট্রলারে কালো রং করে সমুদ্রে চোরাচালান চালানো হতো এই ট্রলারে। ট্রলারে কোনও রেজিস্ট্রেশন নম্বর নেই। 


মত্‍সজীবীরা জানিয়েছেন, ট্রলারটি আগেও চোখে পড়েছিল, কিন্তু ট্রলারে কখনও কাউকে দেখা যায়নি, হাঁকডাক করলেও সাড়া মিলত না। সোমবার সমুদ্রে কোস্টাল পুলিসের অভিযানে ট্রলারটি ধরা পড়ে। ট্রলার থেকে ধৃত দুই জন জানিয়েছে তাদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে।  পুলিসের দাবি এইরকম ট্রলারে করে দুষ্কৃতীরা উপকূল এলাকা থেকে কেরোসিন ও ডিজেল পাচার করে।