তোলা চাওয়ায় দুর্গাপুরে পুলিসকে আটকে রেখে `মার` এলাকাবাসীর
তোলা না দেওয়ায় গাড়িচালককে দাঁড়ি করিয়ে `মার` পুলিসের। দেখতে পেয়ে পুলিসকেই আটকে রেখে পাল্টা `মার` দিলেন গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরের আইটিআই মোড়ে।
নিজস্ব প্রতিবেদন: তোলা না দেওয়ায় গাড়িচালককে দাঁড়ি করিয়ে 'মার' পুলিসের। দেখতে পেয়ে পুলিসকেই আটকে রেখে পাল্টা 'মার' দিলেন গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরের আইটিআই মোড়ে।
সোমবার সকালে দুর্গাপুরের আইটিআই মোড়ের কাছে পুলিস একটি মাছের গাড়ি আটকায়। কিন্তু গাড়িচালক তোলা না দিয়েই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিস ওই গাড়িটির পিছনে ধাওয়া করে বেনাচিতি বাজারে মাছের গাড়িটিকে ধরে ফেলে। চালককে গাড়ি থেকে নামিয়ে মারতে শুরু করে বলে অভিযোগ।
শ্রীরামের নামে জয়ধ্বনি দেওয়ার যারা নিন্দা করে তারা বাঙালি হিন্দুর শত্রু: তথাগত রায়
এলাকাবাসী ও মাছের আরতের লোকেরা তা দেখে আটকায়। দুজন সিভিক পুলিশ ও একজন পুলিশকে আটকে মারধর করতে থাকেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ। মাছের আরতদারের অভিযোগ, প্রত্যেকদিন মাছের গাড়ি থেকে গাড়ির কাগজ দেখার নাম করে তোলা আদায় করছে পুলিসের একাংশ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন।