গুজবের জেরে গণপিটুনি রুখতে কড়া দাওয়াই রাজ্য প্রশাসনের, হতে পারে জেল!
গুজবের জেরে গনপিটুনি ঠেকাতে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন এলাকায় মাইকিং-এর সাহায্যে প্রচার চালাবে পুলিশ।
নিজস্ব প্রতিবেদন: কোনও কিছুর সত্যতা যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করার আগে সাবধান! কারণ, অসত্য তথ্য বা গুজব ছাড়ালেই এ বার গ্রেফতার করা হতে পারে! গোটা রাজ্যে গুজবের জেরে গনপিটুনির ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে বেশ কয়েকবার সতর্ক করেছিলেন। কিন্তু তাতেও কাজ না হওয়ায় এ বার কড়া পদক্ষেপ করার পথেই হাঁটছে প্রশাসন।
আরও পড়ুন: 'ছেলেধরা' সন্দেহে গণপিটুনি রুখতে কড়া নবান্ন
মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে রাজ্যজুড়ে পুলিশকর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে নবান্নে ইতিমধ্যেই একটি ‘মনিটরিং সেল’ খোলা হয়েছে। রাজ্য পুলিশ এই ‘মনিটরিং সেল’-এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের উপর নজরদারি চালাবে। রাজ্যের জেলায় জেলায় একটি করে সাইবার সেল বা থানা খুলতেও তোড়জোড় শুরু করে দিয়েছে প্রশাসন। গুজবের জেরে গনপিটুনি ঠেকাতে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন এলাকায় মাইকিং-এর সাহায্যে প্রচার চালাবে পুলিশ।