নিজস্ব প্রতিবেদন: রুপান্তরকামীর শরীরে পেট্রোল ঢেলে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য উত্তর কলকাতায়। ঘটনাটি ঘটেছে কাঁকুড়গাছির ফুলবাগান এলাকায়। জানা গিয়েছে, ওই এলাকারই বাসিন্দা বছর ২০-র সন্দিপ বাকুলি। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ ওষুধ কিনতে বেড়িয়েছিল সন্দিপ। সে জানায়,সেই সময়ে তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে বেশ কয়েকজন যুবক বসে আড্ডা মারছিল। অভিযোগ, ওই যুবকরা সন্দীপকে দেখা মাত্রই তাঁকে কটুক্তি করতে শুরু করে। 


অভিযোগ, এই সময়েই দু'জন যুবক, সন্দীপের শরীরের নিচের অংশে পেট্রোল জাতীয় তরল পদার্থ ছিটিয়ে দেয়। সন্দিপ জানিয়েছে তাঁর শরীরের ওই অংশ পুড়ে যায় এরপরেই। ঘটনায় ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করছে সন্দীপের পরিবার। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিস।