নিজস্ব প্রতিবেদন: বিজেপি তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ  পায়ের  আঙুল উড়ে গেল পুলিস আধিকারিকের। আহত নোদাখালি থানার এএসআই কৃষ্ণেন্দু ঘোষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার রাত ১০.৩০ মিনিট নাগাদ নোদাখালি থানার  মধ্য রায়পুরে বিজেপি- তৃণমূলের কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধেছে বলে খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। পুলিস যখন পৌঁছয় তখন  মুড়ি-মুড়কির মতো বোমা পড়ছিল বলে অভিযোগ। বোমার স্প্লিন্টারের আঘাতে এএসআই কৃষ্ণেন্দু ঘোষের ডান পায়ের তর্জনি উড়ে যায় । 


 



স্থানীয় বিজেপি নেতা  শ্যামল মণ্ডলের অভিযোগ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন না করতে হুমকি দেওয়ার পর তাঁকে মারধর করে মধ্য রায়পুরে গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ মণ্ডল দলবল। বিজেপি কর্মীরা প্রতিরোধ করলে বোমাবাজি শুরু করে তৃণমূল। শূন্যে গুলি চালানো হয় বলেও অভিযোগ। 


গোটা দলকে চোর প্রমাণ করে নিজেকে সতী প্রমাণ করার চেষ্টায় আছেন মমতা: অধীর


বজবজ ২ নম্বর ব্লকের মধ্যরায়পুর গ্রাম পঞ্চায়েতের সভাপতি  রাজকুমার প্রামাণিক যদিও এব্যাপারে মুখ খোলেননি। আহত পুলিস আধিকারিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।