ওয়েব ডেস্ক : নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক পুলিসকর্মী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাউন্টার অনসার্জেন্সি ফোর্সের ক্যাম্পাসে। আত্মঘাতী হয়েছেন ASI নাজিমুদ্দিন শেখ। জানা গিয়েছে, পঞ্জাবে প্রশিক্ষণে গিয়ে পায়ে চোট পান তিনি। চিকিত্সাও চলছিল। চিকিত্সার খরচ জোগাড় করতে গিয়ে বাজারে দেনা হয়ে গিয়েছিল তাঁর। সবকিছপ নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন নাজিমুদ্দিন। অনুমান, তার জেরেই আত্মঘাতী হয়েছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, খাতা রিভিউয়ের পর ১২ নম্বর বেড়ে একলাফে উচ্চমাধ্যমিকে সপ্তম সায়ন্তনী


আরও পড়ুন, রোগী সেজে চেম্বারে ঢুকে হাতুড়ে চিকিত্সককে কুপিয়ে খুন!