নিজস্ব প্রতিবেদন: তারস্বরে কেন সাউন্ড বক্স বাজানো হচ্ছে? বিয়েবাড়িতে গিয়ে 'লাঠিচার্জ' করল পুলিস। শূন্যে গুলি চালানো হল! প্রতিবাদে রাজ্য সড়কে অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থল, পুরুলিয়ার ঝালদা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, ঝালদার তুলিনের রেললাইন এলাকার বাসিন্দা গৌর মাহাতো। গতকাল, বুধবার তাঁর মেয়ের বিয়ে ছিল। ঘড়িতে তখন সাড়ে দশটা। রাতে বিয়েবাড়িতে মদ্যপ অবস্থায় তিন পুলিসকর্মী হানা দেন বলে অভিযোগ।


আরও পড়ুন: Birbhum: কাকাকে বিয়ে মায়ের! বিবাহবিচ্ছেদের পর 'চরম মূল্য' দিল কিশোর


তারপর?  গৌর মাহাতোর দাবি, সাউন্ডবক্সে গান বাজানো হচ্ছিল। সাউন্ড বক্সের তার ছিঁড়ে দেন ওই তিন পুলিসকর্মী। বিয়েবাড়িতে যাঁরা ছিলেন, তাঁদের উপর লাঠিচার্জ করা হয়। সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ! শেষপর্যন্ত যখন শূন্যে গুলি চালান এক জুনিয়র কনস্টেবল, তখন ভয়ে খাবার ফেলে পালিয়ে যান অনেকেই। কোনওমতে শেষ হয় বিয়ের অনুষ্ঠান।


আরও পড়ুন: Canning Suicide: বিয়ের প্রস্তাব ফেরাতেই নাবালিকাকে কটূক্তি, হুমকি 'বন্ধু' যুবককেও, পরের ঘটনা মর্মান্তিক


এদিন সকালে পুরুলিয়ার চাষমোড়-তুলিন রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত পুলিসকর্মীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন অবরোধকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ঝালদার SDPO সুব্রত দেব। তাঁর আশ্বাসেই অবরোধ ওঠে। তবে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে এখনও।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)