নিজস্ব প্রতিবেদন: অনলাইন জুয়ার ঠেকে চলছিল বিপুল টাকার লেনদেন। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের এক মোবাইলের দোকানে হানা দিয়ে তাজ্জব পুলিস। ওই দোকান থেকে উদ্ধার হয়েছে ৩ লাখ ৬৬ হাজার টাকা নগদ, ৩১টি ডেবিট কার্ড, সোনার গহনা, সম্পত্তির দলিল, সাদা স্ট্যাম্প পেপার ও কম্পিউটার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটি মোবাইলের দোকানে জুয়া চলতে পারে কিন্তু ডেবিট কার্ড, সম্পত্তির দলিল, খালি স্ট্যাম্প পেপার কেন! পুলিসের সন্দেহ আইপিএলের বেটিং চলতে পারে। তবে বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ।


বুধবার মঙ্গলকোটের এসডিপিও কৌশিক বসাক বলেন, মঙ্গলকোটের স্কুল মোড়ে একটি মোবাইলের দোকানে অনলাইন জুয়ার আসর বসতো। সেই দোকানের মালিক ঝিলুর বাসিন্দা আরশাদ আলিকে গ্রেফতার করা হয়েছে। এটি অনলাইন জুয়া নাকি আইপিএলের বেটিং চক্র তা খতিয়ে দেখা হচ্ছে। সাদা স্ট্যাম্প পেপার বা সম্পত্তির দলিল নিয়েই ওখানে কী হতো তা খতিয়ে দেখা হবে।


আরও পড়ুন-উত্তরবঙ্গ থেকে ট্রেন ধরলেও শিয়ালদহে নামেননি মন্ত্রী পরেশ অধিকারী, অবশেষে মিলল খোঁজ  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)