নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে জেরে উত্তপ্ত ক্য়ানিং। রাজনৈতিক সংঘর্ষ পরিণত হয় পারিবারিক অশান্তিতে। অভিযোগ, মাদার তৃণমূল করার কারণে দাদাকে মারধর যুব তৃণমূলের সদস্য অর্থাৎ তার দাদা খোদ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন সৌমেন সর্দার (৩৮)। শুক্রবার ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার বেলেখালী সরদার পাড়া গ্রামে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জানা গিয়েছে, মাদার তৃণমূলের সদস্য ছিলেন ওই ব্য়ক্তি। সেই কারণেই ক্ষোভ জন্মায় ভাইয়ের। এদিন রাস্তায় হঠাৎই বচসা বাঁধে দাদা এবং ভাই-এর মধ্যে। তখনই অতর্কিতে দাদা সৌমেন সর্দারকে কোদাল দিয়ে আক্রমণ করে ভাই। স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হন সৌমেনের স্ত্রীও। 


আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিবাদ, নরেন্দ্রপুরে স্ত্রী-কে খুনে অভিযুক্ত স্বামী


গুরুতর আহত অবস্থায় সৌমেনকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। যদিও সৌমেনের পরিবারের অভিযোগ, অঞ্চল উপপ্রধান পাঁচু গোপালের নেতৃত্বেই এই আক্রমণ। তাঁরা বোমা ও বন্দুক নিয়ে হামলা চালায় এদিন। এমন কী সৌমেনকে মেরে ফেলার পরিকল্পনা ছিল বলেও অভিযোগ আহতের পরিবারের। ঘটনায় ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছ আহতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।