গাইঘাটা শুটআউটের পিছনে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের গন্ধ
ওয়েব ডেস্ক : গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই গাইঘাটায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। হামলার ঘটনায় সরাসরি দলের একাংশের দিকে আঙুল তুলেছেন আক্রান্ত। মাথার ঠিক নেই, তাই এসব কথা! পাল্টা জবাব বিরুদ্ধ গোষ্ঠীর। সব মিলিয়ে টানাপোড়েন তুঙ্গে।
রাতের পথে শুটআউট। অল্পের জন্য রক্ষা পেলেন গোবরডাঙা পুরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা আশিস ব্যানার্জি। তাঁর স্ত্রী ঝুমা ব্যানার্জি এই ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর। গাড়িতে যাচ্ছিলেন আশিস ব্যানার্জি। অভিযোগ, গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বাইকে সওয়ার দুই দুষ্কৃতী। ফেটে যায় উইন্ড স্ক্রিন। ঠাকুরনগর-গোবরডাঙা রোডে বাইসা গ্রামের কাছে এই ঘটনায় চাঞ্চল্য এলাকাজুড়ে।
আরও পড়ুন- গোবরডাঙায় শুটআউট, জোর বাঁচা বাঁচলেন তৃণমূল কাউন্সিলরের স্বামী
তবে ঘটনা অন্য মোড় নেয়, আক্রান্ত নেতা মুখ খুলতেই। আশিস ব্যানার্জি ও তাঁর স্ত্রী কাউন্সিলর ঝুমা ব্যানার্জির অভিযোগের আঙুল দলেরই একাংশের দিকে।
অভিযোগের পাল্টা জবাব আসতে দেরি হয়নি। আরও প্রকট হয়েছে দলে অন্তর্দ্বন্দ্বের ছবি। এনিয়ে গাইঘাটা পুরসভার চেয়ারম্যানের সাফ কথা, তৃণমূল খুনের রাজনীতি করে না। অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত গাইঘাটার রাজনীতি। হামলার ঘটনা খতিয়ে দেখছে পুলিস।