নিজস্ব প্রতিবেদন: রায়গঞ্জের চণ্ডীতলার সভায় বিজেপিতে যোগ দিলেন আরএসপি ও কংগ্রেস থেকে আসা স্থানীয় নেতারা। বিজেপির এদিনের জনজাগরণ সভায় আসেননি বাবুল সুপ্রিয়। তাই, জয় বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়েই সভা সামলালেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। জনতার ভিড়ে রায়গঞ্জের চণ্ডীতলার অপেক্ষাকৃত ছোটো মাঠ উপচে যাওয়ায় স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত জেলা বিজেপি নেতৃত্ব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এদিন চমক হিসাবে ছিল আরএসপি-র জেলা সম্পাদক-সহ কংগ্রেসের বেশ কয়েকজন গ্রাম পঞ্চায়েত সদস্যর বিজেপিতে যোগদান। সবমিলিয়ে রায়গঞ্জে শুক্রবারটা বেশ উচ্ছ্বসের সঙ্গেই কাটাল বিজেপি।


আরও পড়ুন- মুকুলের উপস্থিতিতে পদ্ম পতাকা হাতে নিলেন 'একদা দাপুটে' তৃণমূলনেত্রী


দিলীপ ঘোষ তাঁর বক্তব্যের প্রথমেই বুঝিয়ে দেন, এই জনজাগরণ সভা শুধু বিজেপির জন্য পঞ্চায়েত ভোটে লড়াইয়ের ভিতই শক্ত করবে না, পাশাপাশি রাজ্যর মসনদ দখলের ক্ষেত্রেও এর গুরুত্ব অনেক। আজকের সভায় 'পরিবর্তন' শব্দটাকে 'ইউএসপি' করে তৃণমূল দল ও তার সুপ্রিমোকে বিভিন্ন প্রসঙ্গে আগাগোড়া আক্রমণই ছিল প্রায় সব বক্তার লক্ষ্য। তবে বাবুল সুপ্রিয়র বড় পোষ্টারের সামনে দাঁড়িয়ে শুধু দিলীপের বক্তব্য শুনে যে অনেকেরই মন ভরেনি তা বোঝা গেছে সভা ফিরতি মানুষের গুঞ্জনে কান পাতে।


আরও পড়ুন- "এই দল মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে চাননি"