নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ভোট পরবর্তী অশান্তি নিয়ে সিবিআই তদন্তের আদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। খুন, ধর্ষণের মতো অভিযোগগুলির তদন্ত করবে সিবিআই। পাশাপাশি তুলনামূলকভাবে লঘু মামলাগুলির তদন্ত করবে সিট। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতেই ওই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনAshraf Ghani: টাকা নিয়ে আফগানিস্তান ছাড়ার খবর ভিত্তিহীন, ষড়যন্ত্রের দাবি ঘনির 


জাতীয় মানববাধিকার কমিশনের রিপোর্টে কুখ্যাত দুষ্কৃতীদের তালিকায় ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, উদয়ন গুহ, সেখ সুফিয়ানের মতো নেতারা। এনিয়ে সেসময় জোর শেরগোল হয়েছিল রাজ্য রাজনাতীতে। প্রশ্ন ওঠে রাজ্যের একজন মন্ত্রীকে কীভাবে দুষ্কৃতী বলা যেতে পারে!


বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের পর জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, রাজ্যের একজন মন্ত্রী হলেও আমি পেশায় আইনজীবী। আদালত যা বলে তা আমরা মেনে চলি।  তবে হিউম্যান রাইটস কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে তার একবারে উদ্দেশ্য প্রণোদিত। এই রিপোর্ট মিথ্যে ও কল্পনাপ্রসূত। আমার কথা যারা হিউম্যান রাইটসে রয়েছেন তাদের রাজনৈতিক পরিচয় আগে জানার প্রয়োজন ছিল। এরা আসলে সব বিজেপির লোক। উদ্দেশষ্য প্রণোদিতভাবে এরা কিছু লোকের নাম ঢুকিয়ে দিয়েছে।


আরও পড়ুন-Kolkata: 'ভোট পরবর্তী অশান্তি' মামলায় CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের  


যাদের নাম রাজ্যের কোনও থানায় অভিযোগ নেই তাদের নামে কীভাবে রিপোর্টে থাকতে পারে। ঠিক আছে, আদালতের নির্দেশ মতো তদন্ত হোক। তাহলেই আসল সত্যি বেরিয়ে আসবে। তবে আবার বলব হিউম্যান রাইটস কমিশন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ওই রিপোর্ট তৈরি করেছে। কোর্ট যখন অর্ডার দিয়েছে তখন তার মুখোমুখি হব। এরপর দল দেখবে, উচ্চ আদালতে যাওয়া হবে কিনা। দল দেখে নেবে ডিবিশন বেঞ্চে যাবে নাকি সুপ্রিম কোর্টে যাবে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)