নিজস্ব প্রতিবেদন: 'মানুষের কাজ করতে কোনও পদ লাগে না।' শুভেন্দু অধিকারীর সমর্থনে এবার 'দাদার অনুগামী' পোস্টার পড়ল বর্ধমান শহরে। শনিবার সকালে শহরের ৩৫ ও ২৯ নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখতে পাওয়া যায়। দাদার অনুগামী বলে কিছু নেই, সবই বিজেপি চক্রান্ত। এমনই প্রতিক্রিয়া মিলেছে তৃণমূলের তরফে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে ব্লক সভাপতি পদে ব্যাপক রদবদল তৃণমূলের


আগামীদিনে কোন পথে হাঁটবেন তিনি? বিজেপির দিকেই কি পাল্লা ভারী? ২-৩ দিনে শুভেন্দু অধিকারী নিয়ে সম্ভবত জল্পনা অবসান ঘটেছে। তেমনই ইঙ্গিত দিয়েছেন বিজেপি সর্বভারতী সহ-সভাপতি মুকুল রায়। দলের রাজ্য় সভপতি দিলীপ ঘোষের আবার বিস্ফোরক দাবি, 'শুভেন্দু অধিকারী তৃণমূলে বেশি লাফালাফি করলে ওখানে চাকরবৃত্তি করতে হবে। মুকুল রায়কে এমপি-সহ অনেক পদ দেওয়া হয়েছে।' বস্তুত, মানভঞ্জনের চেষ্টা ছেড়ে এখন শুভেন্দু ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে তৃণমূলও। শুক্রবার দলের বৈঠকে নাম না করে শিশির অধিকারীকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, 'কাঁথি, রামনগর-সহ আশেপাশের এলাকায় যাঁরা দলে থেকে দলের বিরোধিতা করছেন, তাঁদের সরিয়ে দিন।'  এই টানাপোড়েনের মাঝেই এবার পোস্টার পড়ল বর্ধমান শহরে। শনিবার সকালে শহরের বীরহাটা বাজার ও টাউনহলের গেটের কাছে 'দাদা অনুগামী' পোস্টার নজরে পড়তেই রীতিমতো হইচই পড়ে যায়।


আরও পড়ুন: বিজেপির 'আর নয় অন্যায়' কর্মসূচি ঘিরে উত্তেজনা পানিহাটিতে, নামল র‍্যাফ


উল্লেখ্য, এর আগে বর্ধমানের কাটোয়া,মেমারি, জামালপুর ও আউশগ্রামে পোস্টার পড়েছিল। বর্ধমান পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সনৎ বক্সির অবশ্য দাবি, 'এলাকার দাদার অনুগামী বলে কিছু নেই। পায়ের তলার মাটি সরে গিয়েছে, তাই বিজেপি এসব চক্রান্ত করছে।' বিজেপি নেতা শ্যামল রায়ের বক্তব্য, 'গত দু'মাস ধরে জেলায় 'দাদার অনুগামী' পোস্টার চলছে। তৃণমূলে ভাঙন ধরেছে, এটা তারই প্রমাণ।'