নিজস্ব প্রতিবেদন: লকডাউনের পর বুধবার থেকে শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। দীর্ঘ আট মাস পর লোকাল ট্রেন চালু হওয়ার পর প্রথম দিনেই উপচে পড়ে ভিড়। বৃহস্পতিবার রেল-রাজ্য বৈঠকে ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার থেকে অফিস টাইমে ৯৫ শতাংশ ট্রেন বাড়ানোর কথা ঘোষণা করে রেল। আর এদিনই সন্ধ্যায় বিপত্তি! হাওড়া-বর্ধমান মেন লাইনে পাওয়ার কাট। চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


রিষড়া ও কোন্নগর স্টেশনের মাঝে ওভারহেড তার শর্টসার্কিট হয়ে ছিঁড়ে যাওয়ার ফলেই পাওয়ার কাট হয়ে যায়। আটকে পড়ে আপ ব্যান্ডেল লোকাল। সন্ধ্যা সাড়ে সাতটায় হাওড়া থেকে ছাড়া ব্যান্ডেল লোকাল আটকে যায়। ৩০ মিনিট কোন্নগর স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেনটি।



আরও পড়ুন - বাজেয়াপ্ত বাজি; ভূত চতুর্দশীতে রয়ে গিয়েছে বাজি-ভূতও, সচেতনতা 'জিরো'