নিজস্ব প্রতিবেদন: রাজ্যে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৫ দিন ধরেই দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে কালবৈশাখীর প্রকোপ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর প্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে তাই  পশ্চিমবঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। গরম থাকলেও মাঝেমধ্যেই  ঝড় বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৫,৫০১, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪৫ জনের


আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছে বর্ষা। ফলে কালবৈশাখীর দোসর প্রাক বর্ষার বৃষ্টি। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। হাওড়ায় মেঘলা আকাশ। শুরু হয়েছে বজ্রবিদ্যুতসহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া। বজ্র বিদ্যুত্সহ বৃষ্টি হয়েছে দুর্গাপুরেও। সাত সকালে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি বর্ধমানেও। কালো মেঘে ঢাকা কালনার আকাশও। পাল্লা দিয়ে চলল বৃষ্টি।