Pregnant Woman Attacked: তৃণমূলের বৈঠকে যেতে আপত্তি, ৬ মাসের অন্তঃসত্ত্বাকে মারধর, পোশাক ছেঁড়ার অভিযোগ!
Pregnant Woman Attacked: অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করতে গেলে আদিত্য বাছারকেও বাঁশ দিয়ে মারধর করা হয়। মারধরের চোটে গুরুতর জখম হন স্বামী-স্ত্রী।
প্রসেনজিৎ সরদার: তৃণমূলের মিটিংয়ে না যাওয়ায় অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ। স্বামী বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। অভিযোগ, বিজেপি করাতেই তাঁদের উপর এই হামলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনার দায় এড়িয়েছে। তৃণমূলের দিকে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছে।
জানা গিয়েছে, ভাঙড়ের চন্দনেশ্বর এলাকার বাসিন্দা আদিত্য় বাছার। আদিত্যর স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। অভিযোগ, রবিবার বিকালে এলাকারই কয়েকজন তৃণমূল কর্মী তাঁদের বাড়িতে আসেন। বাড়িতে এসে তাঁরা আদিত্য ও তাঁর স্ত্রীকে তৃণমূলের মিটিংয়ে যাওয়ার জন্য বলে। এলাকাতেই ছিল তৃণমূলের মিটিং। কিন্তু সেই মিটিংয়ে যাবেন না বলে জানিয়ে দেন আদিত্য বাছার ও তাঁর ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। অভিযোগ, তারপরই তাঁদের উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। বচসা বাঁধে তাঁদের সঙ্গে। অভিযোগ, আদিত্য বাছারের ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করা হয়। এমনকি তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ।
আরও পড়ুন, Phansidewa: সালিশি সভায় ডেকে অত্যাচার, আত্মঘাতী আদিবাসী মহিলা, দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
অভিযোগ, অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করতে গেলে আদিত্য বাছারকেও বাঁশ দিয়ে মারধর করা হয়। মারধরের চোটে গুরুতর জখম হন স্বামী-স্ত্রী। আহত অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় নলমুড়ি হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পরই ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী-স্ত্রী। স্থানীয় সূত্রে খবর, এলাকায় স্বামী-স্ত্রী বিজেপি কর্মী বলে পরিচিত। আর সেই কারণেই এই হামলা। পরিকল্পিতভাবে এই হামলা। তবে এই বিষয়ে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান মোল্লা। তিনি বলেন, এরকম কোনও ঘটনার বিষয় তাঁর জানা নেই। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিস।