নিজস্ব প্রতিবেদন: আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৫০ তম সমাবর্তন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবার বিকেলেই দিল্লি থেকে বিশেষ বিমানে অন্ডালে এসে পৌঁছন তিনি। কাজী নজরুল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যপাল জগদ্বীপ ধনখড়। রাতে শান্তিনিকেতনের রথীন্দ্র অতিথি গৃহে ছিলেন রাষ্ট্রপতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সোমবার সকাল ১০টায় উদয়ন প্রেক্ষাগৃহে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্ত অনুষ্ঠানে পৌঁছন তিনি। যান রাজ্যপালও। ছাত্র-ছাত্রী এবং অধ্যাপক-অধ্যাপিকারা যথাসময়েই পৌঁছন সেখানে। এদিন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় বিশ্বভারতী চত্বর। নিরাপত্তার ঘেরাটোপ ছিল আম্রকুঞ্জেও। সমাবর্তন অনুষ্ঠানের পর বিশ্বভারতীর কলাভবন এবং রবীন্দ্রভবন ঘুরে দেখবেন রাষ্ট্রপতি।


আরও পড়ুন: অনুমতি দিল আদালত, সোমবার থেকে ধরনায় বসছেন প্রায় ৫ হাজার পার্শ্বশিক্ষক-শিক্ষিকা


এরপর রবীন্দ্রনাথের ছবিতে মাল্যদান করবেন রাষ্ট্রপতি। তারপরেই শান্তিনিকেতন থেকে রওনা দেবেন রামনাথ কোবিন্দ