জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আকাশ থেকে পড়া খবর কিছু নয়। মোটামুটি আশঙ্কা ছিলই। সেটাই ঘটল। ভাইফোঁটার বাজার সেই আগুনই রইল। বাস্তবিক পুজোর একটু আগে থেকেই বাজারদর একেবারে তুঙ্গে ছিল। তারপর লক্ষ্মীপুজো কালীপুজোতেও একই থেকেছে। আজ, রবিবার ভাইফোঁটাতেও একই ছবি। সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, এরকম সম্ভবত ছট পুজো ও জগদ্ধাত্রীপুজো পর্যন্ত থেকে যাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Bengal Weather Update: বেশ কয়েক ডিগ্রি তাপমাত্রা কমে যাবে, শুরু শুষ্ক আবহাওয়ার দিন, কুয়াশামাখা সকাল...


আজ, ভাইফোঁটার দিন পুরুলিয়ার বাজারে যথারীতি ক্রেতাদের ভিড়। সবজির দাম সেখানে আকাশছোঁয়া থাকলেও চাহিদা রয়েছে প্রচুর। সকাল থেকেই মাছের বাজার থেকে শুরু করে সবজির বাজার, ফলের বাজারেও রয়েছে ক্রেতাদের ভিড়। 


এখন পুরুলিয়ার বাজারে সবজির থেকে শুরু করে ফলের দাম বেশ চড়া। বেগুন ৬০ টাকা প্রতি কেজি, বাঁধাকপি ৬০ টাকা, পিঁয়াজ ৬০ টাকা, ফুলকপি ৮০ টাকা প্রতি কেজি, টমেটো ৮০ টাকা, ঢেঁড়স ১২০ টাকা কেজি, পুদিনা ২০০ টাকা কেজি, আলু ৩০ টাকা কেজি, আদা ৮০ টাকা কেজি, রসুন ৩২০ টাকা কেজি।


চড়া মাছের বাজারও। রুই মাছ ২০০ টাকা কেজি, ইলিশ মাছ ২০০০ টাকা কেজিতে পৌঁছেছে! মুরগি ও খাসির মাংসের দাম তথৈবচ।


ভাইফোঁটার বাজার আগুন হুগলিতেও। সেখানে ক্রেতার হাতে ছ্যাঁকা যেন একটু বেশিই। হুগলির বাজারগুলিতে পটল ৮০ টাকা প্রতি কেজি, বেগুন ৮০-১০০ টাকা, টমেটো ৭০ টাকা, করোলা ৬০ টাকা,  ঝিঙে ৫০ টাকা, ফুলকপি ১ পিস ৫০ টাকা, ক্যাপসিকাম ২৫০ টাকা, বিনস ২০০ টাকা, বাঁধাকপি ৭০ টাকা। হুগলিতে খাসির মাংস ৭৮০ টাকা প্রতি কেজি, মুরগি ২৫০ টাকা,ইলিশ ১৫০০ টাকা প্রতি কেজি, ভেটকি ৬০০ টাকা, গলদা ৬০০-৮০০ টাকা, কাতলা ২৫০-৩০০ টাকা।


আরও পড়ুনBangladesh: অন্ধকারে বাংলাদেশ! কেন আদানি কোম্পানির বকেয়া মেটাচ্ছে না ইউনূস সরকার?


এসবের উপরে রয়েছে মিষ্টির দাম। রয়েছে রান্নার অন্যান্য জিনিসপত্রের দামও। সব মিলিয়ে উৎসবরের সিজনে বাজার করতে গিয়ে বাংলা জুড়ে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। কবে একটু দাম কমবে? সকলেই সেই দিনটির দিকে তাকিয়ে বসে। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)