নিজস্ব প্রতিবেদন : ভোরবেলা মালদা টাউন স্টেশন ছেড়ে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার আপ পদাতিক এক্সপ্রেস। ঠিক তখনই খবর মেলে সামসি স্টেশনের কাছে লাইনে রয়েছে বড়সড় ফাটল। প্রায় এক ফুট লম্বা সেই ফাটল কীভাবে হল তা নিয়ে রীতিমত ধন্দে রেলকর্তারা। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা রেল ডিভিশনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেল দফতর সূত্রে খবর, কিছুক্ষণ আগেই লাইনটি রুটিন পরীক্ষা করেন রেলকর্মীরা। সেই সময় কোনও ফাটল দেখা যায়নি। কিন্তু, পদাতিক এক্সপ্রেস সেখান দিয়ে যাওয়ার ঠিক আগে সেই ফাটল চোখে পড়ে রেল কর্মীদের। প্রায় এক ফুট মতো রেললাইন সেখান থেকে উধাও।


খবর যাওয়া মাত্রই সামসি স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় পদাতিক এক্সপ্রেসকে। আতঙ্ক তৈরি হয় যাত্রীদের। মালদা-সহ অন্যান্য স্টেশনে দাঁড়িয়ে পড়ে হাটে বাজারে এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন। ছুটে আসেন পূর্ব-রেলের পদস্থ কর্তারা। শুরু হয়েছে তদন্ত। খোঁজ চলছে লাইনের কাটা অংশের। প্রাথমিকভাবে নাশকতার ছকও উড়িয়ে দেওয়া হচ্ছে না এই ঘটনায়।