Primary Teachers: চাকরি বাঁচাতে ভবানীপুর থানায় মুচলেকা প্রাথমিক শিক্ষকদের! কেন?
`আমরা শিক্ষকতার সঙ্গে যুক্ত। সকল শিক্ষককে ব্যক্তিগতভাবে থানায় এসে মুচলেকা জমা দেওয়া! খারাপ তো লাগছেই। নিজেকে অপরাধী মনে হচ্ছে`।
কিরণ মান্না: 'নিজেকে অপরাধী মনে হচ্ছে'। চাকরি বাঁচাতে এবার থানায় গিয়ে মুচলেকা দিতে হল কয়েক হাজার প্রাথমিক শিক্ষককে! কেন? ক্ষোভ প্রকাশ করলেন অনেকেই। ঘটনাস্থল, পূর্ব মেদিনীপুর।
আরও পড়ুন: Covid 19: করোনা সংক্রমণে ৭ মাসের শিশুর মৃত্যু! নড়চড়ে বসল পুরসভা
ঘটনাটি ঠিক কী? নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। আদালতের নির্দেশে চাকরি গিয়েছেন খোদ প্রাক্তনমন্ত্রীর মেয়ে-সহ শিক্ষকদের। ২০১২ সালে পরীক্ষা দিয়ে যাঁরা প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেয়েছেন, বিপাকে পড়েছেন তাঁরাও।
মামলা চলছে কলকাতা হাইকোর্টে। ইন্টারভিউ বোর্ডে রক্তের সম্পর্কের কেউ ছিলেন কিনা, শিক্ষকদের তা জানানোর নির্দেশ দেয় আদালত। কিন্তু হলফনামা জমা পড়েনি কোর্টে। তাহলে? '২০১২ সালের শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ারের সঙ্গে সম্পর্ক নেই'। শিক্ষকদের ব্যক্তিগতভাবে মুচলেকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর।
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ করতেই গৃহবধূকে বাড়িছাড়া শাসকদলের! লিখিত অভিযোগ মুখ্যমন্ত্রীকে...
থানায় কেন? পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষকরা জানিয়েছেন, 'কোর্টের নির্দেশে আমরা থানায় এসেছি। আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ, SI স্যার যেভাবে নির্দেশ দিয়েছেন, সেভাবে আমরা থানায় হলফনামা জমা দিতে এসেছি। আইনে বাইরে তো কেউ নয়। আইনের হিসেবে যেভাবে অর্ডার আসবে, আমরা সেভাবে যাব'। তাঁদের আরও বক্তব্য, 'আমরা শিক্ষকতার সঙ্গে যুক্ত। সকল শিক্ষককে ব্যক্তিগতভাবে থানায় এসে মুচলেকা জমা দেওয়া!খারাপ তো লাগছেই। নিজেকে অপরাধী মনে হচ্ছে'।