জ্বালানি আগুনছোঁয়া, এই জেলায় বন্ধ হয়ে যাচ্ছে বেসরকারি বাস পরিষেবা!
নিত্যদিন বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম। আর তার জেরে সব থেকে বেশি সমস্যায় পড়েছে পরিবহন ব্যবস্থা।
নিজস্ব প্রতিবেদন: একদিকে জ্বালানির মূল্যবৃদ্ধি, অন্যদিকে, সুরক্ষাবিধির কথা মাথায় রেখে নির্দিষ্ট যাত্রী সংখ্যা- দুয়ের শাড়াশি চাপে এবার বীরভূমে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলি।
নিত্যদিন বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম। আর তার জেরে সব থেকে বেশি সমস্যায় পড়েছে পরিবহন ব্যবস্থা। বাস মালিকদের দাবি, বীরভূম জেলায় মোট ৫৫০ বাস চলে। হিসেব মতো প্রত্যেক বাসে জেলায় মধ্যে একটি ট্রিপে লোকসান হচ্ছে ৫০০-৬০০ টাকা।
আর অন্যদিকে জেলায় বাইরে যেসকল বাস যায় তাতে লোকসান হচ্ছে ২ হাজার টাকার বেশি। এরফলে কর্মীদের বেতন দেওয়াও সম্ভব হয়ে উঠছে না। আর সেই কারণে আপাতত বাস চালানো বন্ধ রাখলেন জেলার বাস মালিকরা। এক বাস মালিক বললেন, সরকারি ভাবে ভাড়া বৃদ্ধি না করলে বাস চালানো সম্ভব নয়।
আরও পড়ুন: মার্চে পিস্তল কিনে ফ্ল্যাটে লুকিয়ে রেখেছিল অমিত, উঠে এল চাঞ্চল্যকর তথ্য
এরফলে আবারও বন্ধ হয়ে যাবে বাস চলাচল। আর সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। তাঁদের কেউ কেউ বলছেন, সবার তো আর গাড়ি বা বাইক নিয়েই। বাসের ওপরেই ভরসা রাখতে হয়, কিন্তু এবার যে কী হবে!