নিজস্ব প্রতিবেদন: জুনিয়র মৃধা খুনের কিনারা করতে তৎপর সিবিআই। গতকাল মূল অভিযুক্ত প্রিয়াঙ্কাকে গ্রেফতারের পর আজ ৭ দিনের CBI হেফাজতের কথা জানানো হয়েছে। আগামী ১২ জানুয়ারি ব্যারাকপুর কোর্টে পেশ করা হবে প্রিয়াঙ্কাকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বরানগরের জুনিয়র মৃধা খুনে প্রায় সাড়ে ৯ বছর পর গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত প্রিয়াঙ্কা চৌধুরীকে। উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দারা বলছেন খুনের ষড়যন্ত্রে জড়িত আরও কয়েকজন। তদন্তে উঠে এসেছে, খুনের দিন টলিউডের পরিচালক-প্রযোজকদের সঙ্গে প্রায় দুশোবার ফোনে কথা বলেছেন প্রিয়াঙ্কা। ইতিমধ্যেই  গোয়েন্দাদের নজরে প্রিয়াঙ্কার কলরেকর্ডস।


দীর্ঘ অপেক্ষার পর তদন্তের প্রায় কিনারায় পৌঁছে গিয়েছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, রীতিমতো সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে। তবে কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়। মৃধার পরিবারের লোকের দাবি, প্রিয়াঙ্কা শুধু নন, তাঁর পাশাপাশি একাধিক ব্যক্তি জড়িত রয়েছেন এই খুনে। মৃধার বাবার দাবি, দোষীর উপযুক্ত শাস্তি চাই। পাশাপাশি সিবিআই সূত্রে জানাচ্ছে, খুনের ষড়যন্ত্রে জড়িত আরও কয়েকজন। যদিও প্রিয়াঙ্কার দাবি তাঁকে ফাঁসানো হয়েছে।