নিজস্ব প্রতিবেদন: গরু পাচারে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার দুইশত দিঘী এলাকায়। মৃত ওই কৃষকের নাম শ্যামচরণ মন্ডল বয়স ৪৮ বছর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: উলেন রায় আমাদের বীর শহিদ, ওর পরিবার সুবিচার পাবেই : কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী


ঘটনায় অভিযোগের তির স্থানীয় দুষ্কৃতীদের দিকে। পরিবার সূত্রে খবর, এর আগেও একাধিকবার এলাকার দুষ্কৃতীরা  তাঁদের বাড়ির পাশ দিয়ে গরু পাচারের চেষ্টা করেছে। বিগত কয়েক বছর ধরে এলাকারই গৌর চাঁদ সিংহ, জয় রাম সিংহ, অনুপ সিংহ, অমর সিংহ-সহ বেশ কয়েকজন শ্যামচরণ মন্ডলের বাড়ির পাশ দিয়েই গরু, ফেনসিডিল পাচার করত আসছে।


আরও পড়ুন: রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, Dinhata-য় ধুন্ধুমার


তখনও বাধা দিয়েছিলেন তিনি। বারবার বলা সত্ত্বেও কোনও কথা শোনেনি অভিযুক্তরা। অভিযোগ, বুধবার পাচারে বাধা দিলে তাঁকে লাঠি, বাঁশ দিয়ে বেধরক মারধর করা হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজনকে আসলে সেখান থেকে তারা পালিয়ে যায়। চিকিত্সার জন্য প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে অবস্থার অবনতি হলে মালদা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন শ্যামচরণকে।


এরপর মৃতের পরিবারের লোকেরা গতকাল রাতে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ করে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা তদন্তে নেমে এখনো পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিস। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে কালিয়াচক থানার পুলিস।