নিজস্ব প্রতিবেদন: পুলিসের মারে যুব নেতা মইদুল মিদ্দার মৃত্যু ও ছাত্র যুব নেতাদের ওপর মামলার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে রেল রোকো কর্মসূচি বাম ছাত্র-যুবদের। নবান্ন অভিযানে পুলিসের লাঠিচার্জে ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর অভিযোগে সরব বামেরা। ১১ জানুয়ারি বামেদের ডাকা নবান্ন অভিযানে অংশ নেন মইদুল। সেদিন ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ধুন্ধুমার বেধে যায়। ব্যারিকেড ভাঙতে গেলে মিছিলে অংশগ্রহণকারীদের উপর লাঠিচার্জ করে পুলিস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  কংগ্রেসে মোশারফকে স্বাগত অধীরের, কটাক্ষ মিদ্দার পরিবারকে মুখ্যমন্ত্রীর চাকরির প্রতিশ্রুতিকে


বাম নেতাদের দাবি, পুলিসের লাঠির ঘায়ে গুরুতর আহত হন মইদুল। গত সোমবার হাসপাতালে মৃত্যু হয় মইদুলের। প্রতিবাদে বিক্ষোভ-আন্দোলনে নামে বামেরা। পরে বিক্ষোভ-আন্দোলনের সময় এসএফআই কর্মী-সমর্থকদের হাতে হেনস্থার শিকার হন এক পুলিসকর্মী। ঘটনার জেরে পরে প্রায় তিনশো জন ডিওয়াইএফআই কর্মীর বিরুদ্ধে সাতটি ধারায় মামলা দায়ের করে পুলিস। এসবেরই প্রতিবাদে আজ রেল রোকো কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।