নিজস্ব প্রতিবেদন: ভোটের আগে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ। মুখ্যমন্ত্রীর ঘোষণার দু মাসের মধ্যেই  প্রকাশিত হল তার ফলাফল। মেধা তালিকা প্রকাশিত হওয়ায় খুশি রাজ্যের প্রার্থীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১১ ডিসেম্বর মমতা ব্যানার্জির ঘোষণার পর. গত ২৩ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ ১৬ হাজার ৫০০ শূন্য পদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। সেখানে উল্লেখ ছিল, যাঁরা টেট উত্তীর্ণ এবং যাঁদের প্রশিক্ষণ রয়েছে, একমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন।  এর পর শুরু হয় বাকি প্রক্রিয়া।


মেধা তালিকায় নাম প্রকাশ হয়েছে ১৫ হাজার ২৮৪ জনের। জানুয়ারি মাসে ইন্টারভিউ হয়। প্রায় দিন সাতেক ধরে চলে ইন্টারভিউ। সোমবার রাতে মেধাতালিকা প্রকাশিত হয়েছে। পর্ষদ সূত্রে খবর, প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হবে।


কিন্তু উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে মামলা জটিলতা এখনও অব্যহত। টানা ৭ বছর ধরে বন্ধ স্কুল সার্ভিস কমিশন।