নিজস্ব প্রতিবেদন:  দুপুরের পর থেকে তিতলি ওড়িশার  উপকূলবর্তী এলাকা ধরে পশ্চিম দিকে এগিয়ে আসছে।  বুধবারের মধ্যে পুরোপুরি শক্তি হারিয়ে পশ্চিমবঙ্গে ঢুকবে তিতলি। আগামী ৪৮ ঘণ্টায় বাড়বে বৃষ্টি। শুক্র ও শনিবার উপকূলবর্তী এলাকাগুলিতে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার দুপুর পর্যন্ত রাজ্যের  বিভিন্ন জেলার পরিস্থিতি দেখে মনে হতেই পারে ‘তিতলি’র প্রভাব রাজ্যে খুব বেশি পড়ল না। ঘূর্ণিঝড় না হলেও সুখবর কিন্তু শোনাতে পারেনি হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে,


আগামী ৪৮ ঘণ্টায়  উত্তরবঙ্গে তিন জেলা- মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে  বিক্ষিপ্ত বৃষ্টি হবে।  ভারী  বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়।  


১২ তারিখ  অর্থাত্ শুক্রবার  বৃষ্টি হবে  মূলত  উপকূলবর্তী এলাকা, পূর্ব  ও পশ্চিম মেদিনীপুর,  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি,  ঝাড়গ্রামে।


১৩  তারিখ অর্থাত্ শনিবার বৃষ্টি হবে   নদিয়া মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে


তবে পুজোর চার দিন অর্থাত্ ষষ্ঠী, সপ্তমি, অষ্টমি, নবমি-আকাশ পরিষ্কার থাকবে। শুষ্ক থাকবে আবহাওয়া।


দেখুন শেষ মুহূর্তের আপডেট, কী বলছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা...