নিজস্ব প্রতিবেদন : জলপাইগুড়ির রাজগঞ্জের সাহেবপাড়ায় ধরা পড়ল এক বিশাল অজগর। সাপটি লম্বায় প্রায় ৩০ ফিট। ওজনে প্রায় ৪০ কিলোগ্রাম। আজগরটিকে পরীক্ষার পর ছেড়ে দেওয়া হবে বৈকুণ্ঠপুরের জঙ্গলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয়রা জানিয়েছেন, ছাগল খেতে লোকালয়ে ঢুকেছিল অজগরটি। একটি নাদুসনুদুস ছাগল সাবাড় করে সে। আর তারপরই অজগরটিকে ধরে ফেলেন স্থানীয়রা। দড়ি দিয়ে বেঁধে রাখা হয় অজগরটিকে। খবর দেওয়া হয় বন দফতরে।


খবর পেয়ে বন দফতরের টাস্ক ফোর্স গিয়ে সাপটিকে উদ্ধার করে। বিশাল আকার অজগরটিকে দেখতে এলাকায় ভিড় জমায় ছেলেবুড়োর দল। শুধু তাই নয়, ধরার পর অজগরটিকে টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্তের গলায় জড়িয়ে দেওয়া হয়। আর তারপরই চলে অজগরকে ক্যামেরাবন্দি করার পালা। চলে অজগরের সঙ্গে সেলফি তোলার পালাও।



টাস্ক ফোর্স প্রধান সঞ্জয় দত্ত বলেন, করোলা নদীতে ভেসেই লোকালয়ে চলে আসে অজগরটি। বিশালকার সাপটি ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির। আরও পড়ুন, খুনের পর ছেলের দেহ টানতে টানতে এনে বাবার সামনে ফেলল প্রতিবেশী, নারকীয় হত্যালীলা বিষ্ণুপুরে