নিজস্ব প্রতিবেদন: হাতুড়ে চিকিত্সকের পাল্লায় পড়ে নষ্ট গর্ভস্থ ভ্রুণ। উল্টে অপারেশনের নামে প্রতারণা করে প্রসূতির কাছে টাকা আদায়।গ্রেফতার কাটোয়া হাতুড়ে চিকিত্সক কাব্যেন্দু বিশ্বাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাব্যেন্দু বিশ্বাসই হলেন সেই কীর্তিমান!। এঁনার হাতযশেই গর্ভস্থ সন্তানকে হারাতে হল জ্যোত্‍স্না বিবিকে। সেইসঙ্গে হাজার নয়েক টাকা গচ্চা। সন্তানসম্ভবা হওয়ার পর পেটে ব্যথা অনুভব করছিলেন জ্যোত্‍স্না। আমগোড়িয়ার হাতুড়ে কাব্যেন্দু বিশ্বাসকে দেখান। বিস্তর পরীক্ষার পর নিদান দেন কাব্যেন্দু।


উপায়? সেটাও বাতলে দেন কাব্যেন্দু। জ্যোত্‍স্নাকে জানান, সন্তান ও মায়ের সুস্থতার জন্য অবিলম্বে অস্ত্রোপচারের দরকার। কাটোয়ার হাসপাতালে জ্যোত্‍স্নার অস্ত্রোপচার হয়। বিকেলে বাড়িও ফিরে আসেন। কিন্তু, পেটে ব্যথা কমেনি। শরীরে কাটার দাগ দেখে সন্দেহ হয় পরিবারের। জ্যোত্‍স্নাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাব্যেন্দুর কারিগরি ফাঁস হয় তখনই।


কাব্যেন্দুর হাতযশে নষ্ট হয়ে যায় জ্যোত্‍স্নার গর্ভস্থ সন্তানও। এরপরই পরিবারের অভিযোগের ভিত্তিতে কাব্যেন্দুকে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিস।