নিজস্ব প্রতিবেদন : হাতুড়ের 'হাতযশে' গর্ভস্থ সন্তান হারালেন প্রসূতি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। অভিযুক্ত হাতুড়ে চিকিত্সক কাব্যেন্দু বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সন্তানসম্ভবা হওয়ার পর পেটে ব্যথা অনুভব করছিলেন জ্যোত্‍স্না। আমগোড়িয়ার হাতুড়ে কাব্যেন্দু বিশ্বাসকে দেখাতে যান গৃহবধূ জ্য়োত্স্না। বিস্তর পরীক্ষার নিরীক্ষা পর জ্যোত্‍স্নাকে কাব্যেন্দু জানান, জ্যোত্স্নার অ্যাপেন্ডিক্স হয়েছে। সন্তান ও মায়ের সুস্থতার জন্য অবিলম্বে অস্ত্রোপচার দরকার।


আরও পড়ুন, নাচের প্রস্তাবে 'না', মহিলাদের পোশাক ছিঁড়ল যুবকের দল


কাব্যেন্দুর কথামতো অস্ত্রোপচারে রাজি হয়ে যায় জ্যোত্স্নার পরিবার। কাটোয়ার একটা হাসপাতালে জ্যোত্‍স্নার অস্ত্রোপচার হয়। অপারেশেনর পর বিকেলে বাড়িও ফিরে আসেন। কিন্তু, পেটে ব্যথা কমেনি। এরপরই জ্যোত্‍স্নাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাব্যেন্দুর কারিগরি ফাঁস হয় তখনই।


আরও পড়ুন, পর্যটকবোঝাই এসি ডিলাক্স বাসের ডিকি খুলতেই চক্ষু চড়কগাছ! বেরিয়ে পড়ল 'আসল' জিনিস


জানা যায়, জ্যোত্স্নার কোনও অ্যাপেন্ডিক্স হয়নি। কোনও অপারেশনও করেননি কাব্যেন্দু। অ্যাপেনডিক্স অপারেশেনর নামে মোটা টাকা হাতিয়ে নিয়েছেন হাতুড়ে কাব্যেন্দু। কেউ যাতে সন্দেহ করতে না পারে, তাই ওই গৃহবধূর পেটের চামড়া ব্লেড দিয়ে কেটে সেলাই করে দেন তিনি।


আরও পড়ুন, 'খেতে দেব', ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ প্রতিবেশীর  


এদিকে, কাব্যেন্দুর হাতযশে নষ্ট হয়ে যায় জ্যোত্‍স্নার গর্ভস্থ সন্তানও। এরপরই কাটোয়া থানায় অভিযোগ দায়ের করে জ্যোত্স্নার পরিবার। পরিবারের অভিযোগের ভিত্তিতে কাব্যেন্দুকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিস।