ওয়েব ডেস্ক : সঙ্কট সময়ে চিকিত্‍সক ছিলেন না পাশে। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করে দায় সেরেছে হাসপাতাল। কিন্তু আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মেলেনি অ্যাম্বুলান্স। বরানগর মাতৃসদনে প্রাক্তন ভলিবল প্লেয়ারে মৃত্যু ঘিরে উঠল এমনই সব অভিযোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- চিকিত্‍সায় গাফিলতির অভিযোগ, মৃত্যু হল জাতীয় স্তরের খেলোয়াড়ের


শনিবার সকালে প্রসবের পর সুস্থই ছিলেন রিয়া ঘোষ। সন্ধ্যার পর থেকে অবস্থা খারাপ হতে থাকে। কিন্তু শনি-রবিবারের গেরোয় আর চিকিত্‍সক মেলেনি। যে চিকিত্‍সক সিজার করেছিলেন বহুবার ডেকেও পাওয়ায় যায়নি তাঁকে। এই অবস্থায় আরজি কর হাসপাতালে রেফার করা হয় রিয়া ঘোষকে। কিন্তু মেলেনি অ্যাম্বুলান্স। পরে কোনওক্রমে  আর জি করে নিয়ে যাওয়া হলে চিকিত্‍সকরা জানান বহুক্ষণ আগেই মারা গেছেন রিয়া ঘোষ। এরপরেই  বরানগর মাতৃসদনে দেহ নিয়ে এসে বিক্ষোভ দেখায় মৃতার আত্মীয়রা। পরে বরানগর থানার পুলিস এসে অবস্থা আয়ত্তে আনে। চিকিত্‍সায় গাফিলতির অভিযোগ দায়ের হয়েছে।