নিজস্ব প্রতিবেদন: সন্ত্রাস-কবলিত এলাকা ঘুরে দেখতে পশ্চিম মেদিনীপুরে এলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরন ও বিজেপি নেতা রাহুল সিনহা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই রাজ্যের (west bengal) বিভিন্ন প্রান্তে উঠে এসেছে হিংসার  ছবি। একইভাবে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিজেপি। অভিযোগ, আতঙ্কে জেলাজুড়ে ঘরছাড়া প্রায় চার হাজার বিজেপি কর্মী-সমর্থক। এই পরিপ্রেক্ষিতে পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরে এলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরন ও কেন্দ্রীয় বিজেপি নেতা রাহুল সিনহা (rahul sinha)। 


আরও পড়ুন: লোকাল ট্রেনের পর লালগোলা সহ বন্ধ হল দূরপাল্লার ট্রেন, জেনে নিন তালিকা


আজ, বৃহস্পতিবার মেদিনীপুর (Midnapur) সদর ব্লকের পাঁচখুরি-সহ বেশ কয়েকটি এলাকায় যাওয়ার কথা কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রীর। সন্ত্রাস-কবলিত এলাকা ঘুরে দেখার আগে মেদিনীপুর সদর বিজেপি কার্যালয়ে জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে প্রথমে বৈঠকেও বসেন তিনি। বৈঠকের আগে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী।


প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসার (violence) ঘটনা সরেজমিনে খতিয়ে দেখতে আজ বৃহস্পতিবার চার সদস্যের এক কেন্দ্রীয় দলও এসে পৌঁছছে রাজ্যে। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারকে এ  নিয়ে বুধবারই এক কড়া বার্তা পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যকে বলা হয়েছিল, ভোট-পরবর্তী হিংসা নিয়ে অবিলম্বে রিপোর্ট পাঠাতে হবে। না পাঠালে বিষয়টি তাদের তরফে গুরুতর ভাবেই দেখা হবে।


আরও পড়ুন: ভোট-পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদল