নিজস্ব প্রতিবেদন: মর্মান্তিক ঘটনা। বিয়ে বাড়িতে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি। একটি লরির সঙ্গে সংঘর্ষে গুরুতর জখম হয়েছে একটি শিশু-সহ ১০ জন। ওই শিশু-সহ আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বরকে নিয়ে ডালখোলার দিকে যাচ্ছিল গাড়িটি। অনুমান, সামনে থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সোজাসুজি ধাক্কা মারে গাড়িটিকে। যার জেরেই এই ঘটনা। তবে আহত হলেও আপাতত সুস্থ বর। হাতে ও পায়ে সামান্য চোট পেয়েছে সে। সঙ্কটজনক শিশুটির মায়ের অবস্থাও। 


আরও পড়ুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগে জিরো ব্যালেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভিড় মহিলাদের


কিছুদিন আগে ইটাহার(Itahar) বালিকা বিদ্যালয়ের পাশে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে ঘরে ফিরছিলেন চাভোট গ্রামের একটি পরিবার। সেইসময় মালদহের দিক থেকে আসা একটি লরি এসে মুখোমুখি ধাক্কা মারে টোটোকে। প্রবল সেই ধাক্কায় দলা পাকিয়ে যায় টোটোটি। সেটির পেছনে থাকা একটি বাইকও প্রবল ধাক্কায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। আহতদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় আরও একজনের।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)