নিজস্ব প্রতিবেদন:  ওভারহেড তারে বিদ্যুত্ সংযোগ বন্ধ হওয়ায় শিয়ালদা মেন শাখায় বন্ধ সমস্ত ট্রেন চলাচল। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ট্রেন। নাকাল অফিস ফেরত নিত্য যাত্রীরা। রেলকর্মীরা সমস্যা সমাধানের চেষ্টা করছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: দোলের স্টক এসে গেছে, মেসেজ পেয়েই হোটেলের গোপন কুঠুরিতে হানা, উদ্ধার কয়েক লক্ষ টাকার মদ


বুধবার সন্ধ্যায় সবে ট্রেনে অফিস ফেরত্ যাত্রীদের ভিড় হতে শুরু করেছে। সাধারণ দিনের মতোই এদিনও মেন লাইনের প্রত্যেকটি ট্রেনে বাদুড়ঝোলা ভিড়। আচমকাই বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেনগুলি। প্রাথমিকভাবে সিগন্যালের ক্রটিগত কারণেই গোলযোগ বলে মনে করা হলেও পরে জানা যায়, রাজ্য বিদ্যুত্ পর্ষদের ওভারহেড তার ছিঁড়ে পড়াতেই বিপত্তি ঘটে। রেলের পদস্থ আধিকারিকরা ইতিমধ্যে সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন। 


আরও পড়ুন: শিয়ালদহের দক্ষিণ শাখায় আপ ট্রেনে আগুন, আহত বেশ কয়েকজন